
অনলাইন ডেস্ক ২১ জানুয়ারি ২০২৫ , ৭:৫২:০৪ প্রিন্ট সংস্করণ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বেলা ১১ এটা পর্যন্ত প্রধান সূচক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫২২২ পয়েন্টে দাঁড়িয়েছে ।

মঙ্গলবার (২১ জানুয়ারি ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে। অপর সূচক ‘ডিএসইএস’ ৭ পয়েন্ট বেড়ে ১১৭৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া আজ ১৭৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৮ টি কোম্পানির, বিপরীতে ৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

















