• অর্থনীতি

    আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৫৮ কোটি টাকা

      অনলাইন ডেস্ক ২১ জানুয়ারি ২০২৫ , ৭:৫২:০৪ প্রিন্ট সংস্করণ

    আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৫৮ কোটি টাকা
    ছবি : সংগৃহীত

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বেলা ১১ এটা পর্যন্ত প্রধান সূচক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫২২২ পয়েন্টে দাঁড়িয়েছে ।

    মঙ্গলবার (২১ জানুয়ারি ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    সূত্রমতে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে। অপর সূচক ‘ডিএসইএস’ ৭ পয়েন্ট বেড়ে ১১৭৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।

    এছাড়া আজ ১৭৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।

    এদিন ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৮ টি কোম্পানির, বিপরীতে ৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

    আরও খবর

    Sponsered content