• অপরাধ

    এসকে সুরের বাসায় দুদকের অভিযান

      অনলাইন ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৫ , ১১:০৭:৩৮ প্রিন্ট সংস্করণ

    এসকে সুরের বাসায় দুদকের অভিযান

    দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার (১৯ জানুয়ারি) তার ধানমন্ডির বাসায় এই অভিযান চালায় দুদুক।

    দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, অভিযানে এখন পর্যন্ত তার বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুদক টিম। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির পরিচালক সাইমুজ্জামান।

    গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।

    আরও খবর

    Sponsered content