• বাংলাদেশ

    বেরোবিতে নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

      অনলাইন ডেস্ক ২৩ জুলাই ২০২৫ , ১:৪০:৩৯ প্রিন্ট সংস্করণ

    রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের জন্য নরওয়েতে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

     

    আজ মঙ্গলবার বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

     

    এসময় তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে স্কিল ডেভেলপমেন্টের জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নরওয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সারাবিশ্বের শিক্ষার্থীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে।

     

    উপাচার্য বলেন, আজকের সেমিনার বেরোবির শিক্ষার্থীদের ইউরোপের দেশ নরওয়েতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগগুলো খতিয়ে দেখতে সহায়ক ভূমিকা রাখবে।

     

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে মেধাভিত্তিক ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত করতে একাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

     

    বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বক্তা হিসেবে ইউনিভার্সিটি অব ইনল্যান্ড নরওয়ের পিএইচডি গবেষক নিশাত আরেফিন মন্ডল নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

     

    সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

    আরও খবর

    Sponsered content