• বাংলাদেশ

    অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

      অনলাইন ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৫ , ৯:৩২:২৩ প্রিন্ট সংস্করণ

    ৭০ জন গলফার নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ গত শনিবার শেষ হয়েছে।

    প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে পুরুষদের পাশাপাশি নারী গলফাররাও অংশগ্রহণ করে।

    টুর্নামেন্টটি আয়োজন করে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাব। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এ নিয়ে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে।

    শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

    বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান।

    সমাপনী অনুষ্ঠানে সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও ক্লাবের বেসামরিক সদস্য ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content