
অনলাইন ডেস্ক ৫ নভেম্বর ২০২৫ , ১০:৪২:৪১ প্রিন্ট সংস্করণ
মঙ্গলবার প্রকাশিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ১৪৯তম স্থানে রয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই র্যাঙ্কিংয়ের মাধ্যমে, এনএসইউ আবারও বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের সার্বিকভাবে সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে তার স্থান নিশ্চিত করেছে।
এই বছর, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ ২৫টি এশীয় দেশের রেকর্ড ১ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে ৪৬টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বছর ১৫৫তম স্থান থেকে এ বছর ১৪৯তম স্থানে এনএসইউর অগ্রগতি একটি উল্লেখযোগ্য মাইলফলক – প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ ১৫০-এ প্রবেশ করেছে এবং উচ্চশিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে উৎকর্ষতার প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং: সাউদার্ন এশিয়ার আঞ্চলিক বিভাগে, নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৮তম স্থানে রয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (১৭তম) পরেই রয়েছে।

















