• বাংলাদেশ

    করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

      অনলাইন ডেস্ক ২ জুলাই ২০২৫ , ১২:০১:১০ প্রিন্ট সংস্করণ

    করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    আজ মঙ্গলবার সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সিলেটে করোনার ভ্যাকসিন গ্রহণের হার ৮০ শতাংশেরও বেশি। এজন্যে করোনার এন্টি বডিও আছে। এছাড়া সিলেটবাসী এব্যাপারে সচেতন, তারা স্বাস্থ্য বিধিমেনে চলেন। তাই সিলেটে করোনা সংক্রমণের হারও খুব কম। তবু পরিস্থিতির অবনতি হলে আমরা মোকাবেলায় প্রস্তুত আছি।

     

    সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করে ২৪ জন রোগী সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৬ শতাংশেরও কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের।

     

    সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূও ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content