• বাংলাদেশ

    শুকুর সালেককে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে

      অনলাইন ডেস্ক ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১:২৩:৫১ প্রিন্ট সংস্করণ

    মিথ্যা মামলায় ফাসিয়ে সন্ত্রাসী মজিবুর রহমান (মজু) নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজারীবাগ শাখা সিনিয়র সদস্য মোঃ সেলিম, বিএনপি কর্মী সিরাজ, বিএনপি কর্মী মোসাঃ সাথী সহ গং কর্তৃক চাঁদা না দেওয়ায় মোঃ শুকুর সালেককে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন মোঃ শুকুর সালেক। (সম্প্রতি) হাজারীবাগস্থ পাক্ষিক ঢাকাবাসী পত্রিকার অফিসে এক

    সাংবাদিক সম্মেলনে এ কথা তিনি জানান। বাংলাদেশের কতিপয় রাজনৈতিক দলের কথিত রাজনৈতিক নেতা পরিচয়ে দানকারী সন্ত্রাসী মজিবুর রহমান মজু গং কর্তৃক মিথ্যা মামলা, হামলায় নির্যাতনের স্বীকার হয়েছেন মোঃ শুকুর সালেক। ফলে তার পুরো পরিবার মানবতায় জীবন যাপন করছিল। বর্তমানে জীবনের নিরাপত্তা হীনতায় রয়েছেন তার পরিবার। ইতমধ্যে শুকুর সালেক কে বেশ কয়েক বার জানে মেরে ফেলার চেষ্টা করে। বাড়ীতে পরিবার পরিজন নিয়ে থাকতে পারে না। রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে এবং প্রতিহিংসা পরায়ন হয়ে শুকুর সালককে নাজেহাল করার জন্য হয়রানী ও প্রাণ নাশের চেষ্টা করে আসছে।

    মোঃ শুকুর সালেক কে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূয়া মামলা মোকাদ্দমা জড়ানো হয় এবং মব জাষ্টিজ করার পায়তারায় ষড়যন্ত্র করে আসছে। মামলা স্বড়যন্ত্রকারীরা যে কোন সময় শুকুর সালেককে ও তার পরিবারবর্গদের প্রাণে মেরে ফেরতে পারে। ইতিমধ্যে শুকুর সালেককে কয়েকবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। ভাগ্যক্রমে তিনি বেচেঁ যান। বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশানর সদর দপ্তরে শুকুর সালেক এর জান মালের নিরাপত্তার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে মোঃ শুকুর

    সালেককে হত্যা মামলাসহ ৩টি ভূয়া ফৌজদারী মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

    ঐ মজু গং গত ৪ঠা আগস্ট ২০২৪ তারিখ রাত ১১টায় (আনুমানিক) শুকুর সালেকের বাসভবনে মজিবুর রহমান মজু কথিত বিএনপির নেতা ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাসায় হামলা চালায়। এই সময় শুকুর সালেক এর অফিসে ও বাড়ীতে অগ্নীসংযোগ ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুটতারাজ করে নিয়ে যায়। কথিত বিএনপি পরিচয়দানকারী ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম

    সম্পাদক সন্ত্রাসী মজিবুর রহমান মজু গং শুকুর সালেক এর বাসায় উপস্থিত হয়ে শুকুর সালেক এর পরিবার বর্গকে মেরে ফেলার হুমকি প্রদান করে ছিলো। আধুনিক অস্ত্র ও দেশী অস্ত্র শস্ত্র ও লাঠি সোটা নিয়ে একাধিকবার প্রাণে মেরে ফেলার জন্য শুকুর সালেকের বাড়ীতে আক্রমণ করেছে। প্রাণের ভয়ে শুকুর সালেক তার পরিবারের সদস্যদের নিয়ে পিছন দিগের গেইট দিয়ে নিরাপদ স্থানে চলে যায়। সেদিন থেকে শুকুর সালেক তার বাড়ীতে থাকতে পারে না। বিএনপি পরিচয়দানকারী এই সন্ত্রাসীরা হোন্ডা নিয়ে শুকুর সালেক এর বাসার সামনে দেশী বিদেশী অস্ত্র শস্ত্র নিয়ে হুমকি দামকি অনবরত দিয়ে যাচ্ছে। উল্লেখিত কথিত রাজনৈতিক নেতা পরিচয়দানকারী মজিবুর রহমান মজু গং/ শুকুর সালেকের নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত দাবীকৃত চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় শুকুর সালেককে মজু নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীকে বাদী বানিয়ে হত্যা মামলায় ভূয়া আসামী হিসেবে ফাশিয়ে দেয়া হয়। উক্ত মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী পরিষদের অনেককেই আসামী করা হয়। উক্ত মামলায় সর্বমোট ১১২ জন আসামী তাদের মধ্যে মোঃ শুকুর সালেক ৪৮ নং আসামী। আগস্ট ৫ তারিখ ২০২৪ হাজারীবাগ থানায় শুকুর সালেক জিডি করতে গেলে বিএনপি কথিত পরিচয়দানকারী কর্মীদের থানার গেইটের সামনে অবস্থান করায় জিডি করা হয়নি। এসময় দেশের আইন শৃঙ্খলা

    অবস্থা খুবই নাজুকে ছিল দেশে কোন নিরাপত্তা ছিল না। এই কথিত রাজনৈতিক লোকরা হিংসা বসবর্তী ও ভূয়া মিথ্যা মামলা দেওয়া কাজে ব্যস্ত থাকে।

    এ বিষয়গুলির বিচার চেয়ে, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, পিবিআই প্রধান, ডিবি প্রধান ঢাকা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবহিত করা হয়। কথিত এই রাজনৈতিক দলের লোকদের আক্রমনে শুকুর সালেক পিঠে ও মাথায় ও বুকে আঘাত প্রাপ্ত হয় এবং মুখে আঘাত প্রাপ্ত হওয়ার কারনে শুকুর সালেক এর মারাত্মক দাতেঁর ও চোয়ালের ক্ষতি হয়।

    মামলাগুলার মধ্যে মামলা নম্বর সিআর ৮২৪, ২০২৪, ধানমন্ডি, সিআর মামলা নং- ২৭১, ২০২৪, হাজারীবাগ থানায়। সিআর মামলা নং- ২৮০, ২০২৪, হাজারীবাগ থানায়। সন্ত্রাসী কথিত রাজনৈতিক নেতা মজিবুর রহমান (মজুর) গং

    কর্তৃক দাবীকৃত মোটা অংকের চাঁদা না দেয়ায় মোঃ শুকুর সালেককে বিভিন্ন মিথ্যা ফৌজদারী মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content