• বাংলাদেশ

    সুফিয়া কামাল হলে সংযুক্ত শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রদল নেতৃবৃন্দ

      অনলাইন ডেস্ক ১ জুলাই ২০২৫ , ১২:১৮:৫৮ প্রিন্ট সংস্করণ

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সংযুক্ত নারী শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ।আজ সোমবার সকালে হলে আগত শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা সামগ্রী উপহার হিসেবে দিয়ে বরণ করে নেয় তারা।

     

    জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানার নেতৃত্বে হলের মূল ফটকে তাদেরকে স্বাগত জানানো হয়।

     

    আগত শিক্ষার্থীরা তাদেরকে বরণ করে নেয়ার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন পরিচালনা করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

    আরও খবর

    Sponsered content