• বাংলাদেশ

    খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন

      অনলাইন ডেস্ক ৮ জুলাই ২০২৫ , ১:০৫:১৬ প্রিন্ট সংস্করণ

    খুলনায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন ও দেশ গড়তে জুলাই পদযাত্রার ‘প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি’র ৬টি সেল গঠন করা হয়েছে। এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

     

    প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এস এম আরিফুর রহমান মিঠু ও মোল্লা শওকত হোসেন বাবুল। বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী।

     

    প্রচার-প্রচারণা সেলের দায়িত্বে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী ও এম সাইফুল ইসলাম। লজিস্টিক সেলে আহম্মদ হামিম রাহাত, আর্থিক ম্যানেজমেন্ট সেলে এস এম আরিফুর রহমান মিঠু, নিরাপত্তার সেলে ফরিদ পাঠান, জহুরুল তানভীর ও শহিদুল ইসলাম বাবু, আপ্যায়ন সেলে সাজিদুল ইসলাম বাপ্পি এবং এ্যাকোমোডেশন সেলের দায়িত্বে রয়েছেন রাফসান রফিক ওশান।

     

    উল্লেখ্য, আগামী ১১ ও ১২ জুলাই এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনায় আসবেন। দলীয় কর্মসূচি অনুযায়ী ১১ জুলাই রাত আটটায় নগরীর শিববাড়ি মোড়ে এবং ১২ জুলাই সকাল দশটায় খালিশপুর পিপলস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content