• রাজনীতি

    রাজনৈতিক আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় করতে পারিনি : জামায়াত আমির

      অনলাইন ডেস্ক ২১ জানুয়ারি ২০২৫ , ৭:৫০:০০ প্রিন্ট সংস্করণ

    রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ বিদায় করতে পারিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশালে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদকে বিদায় করার জন্য আমরা ১৫ বছর দফায় দফায় আন্দোলন করেছি। ফ্যাসিবাদ বিদায়ের হয়তো বা আমরা ভিত রচনা করেছি। কিন্তু রাজনৈতিক আন্দোলনের আমরা ফ্যাসিবাদের বিদায় করতে পারিনি।’

    তিনি বলেন, ‘শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না। ছাত্র-যুবদের অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তির কোটার সংস্কার দাবি করেছিল। সরকার তাদের দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল। এর প্রতিবাদে একটি ছেলে বুক পেতে দিয়েছিল। ‘বুকে আমার দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’। তার বিশ্বাস ছিল, কেউ তাকে এতটুকু কথার জন্য গুলি করবে না। কিন্তু আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে।’

    ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাকে অনেকে বলেন, আপনার ঠিকানা কোথায়? আমি বলি, সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। তারা বলেন, এটা তো ট্রাকের পেছনে লেখা থাকে। আমি বলি, আমি ট্রাকই। সারা বাংলাদেশে ঘোরাই আমার কাজ। ট্রাকের যেমন নির্দিষ্ট ঠিকানা থাকে না, তেমনি আমারও কোনো নির্দিষ্ট ঠিকানা নেই।’

    ডা. শফিক বলেন, ‘আমি চাই ভোলা থেকে গ্যাস সারা দেশে যাক, তবে প্রথমে বরিশালে আসুক। তেমনি বরিশাল থেকে একটা সেতু ভোলা যাক। ভোলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে? এটা একটা জেলা না? আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেননি? ভোলাবাসীর কোনো অবদান নেই বাংলাদেশের উন্নয়নে? আছে। তাহলে বরিশালের মানুষ কষ্ট পাবেন? যদি সেখানে একটি সেতু যায়? ভোলাকে মূল ভূখন্ডের সাথে সংযুক্ত করতে হবে।’

    জামায়াত আমির আরও বলেন, ‘আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব, যে সমস্যাগুলো সমাধান হয়নি, সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করতে হবে। তারা উদ্যোগ নিয়ে শেষ করতে না পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে। কিন্তু আমরা চাই, উদ্যোগটা তাদের হাতে হোক।’

    আরও খবর

    Sponsered content