• বাংলাদেশ

    বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য বেরোবিতে বিশেষ দোয়া

      অনলাইন ডেস্ক ২৩ জুলাই ২০২৫ , ১:৪৪:০২ প্রিন্ট সংস্করণ

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

     

    আজ মঙ্গলবার বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

     

    এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

     

    এই হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

    আরও খবর

    Sponsered content