
অনলাইন ডেস্ক ১ জুলাই ২০২৫ , ১২:৩০:০৩ প্রিন্ট সংস্করণ
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ফ্লসি সোমবার রাতে শক্তিশালী হয়ে হারিকেনে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ঝড়টি মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কোলিমা রাজ্যের মানজানিলো শহর থেকে ২৮০ কিলোমিটার (১৭৪ মাইল) দূরে অবস্থান করছে। ঘূঝড়টির প্রভাবে সেখানে সর্বোচ্চ ১২০ কিলোমিটার (৭৫ মাইল প্রতি ঘণ্টা) গতিবেগের বাতাস বইছে।

















